top of page

ঈসা অন্ধ লোকটিকে সুস্থ করেছিলেন।

ঈসা ও তাঁর সাহাবীরা জেরিকো শহর ছেড়ে যাবার সময় অনেক লোক তাঁর পিছনে পিছনে চলল।পথের ধারে দু’জন অন্ধ লোক বসে ছিল। ঈসা সেই পথ দিয়ে যাচ্ছেন শুনে তারা চিৎকার করে বলল, “হুজুর, দাউদের বংশধর, আমাদের দয়া করুন।” তারা যেন চুপ করে সেইজন্য লোকেরা তাদের ধমক দিল। কিন্তু তারা আরও চিৎকার করে বলল, “হুজুর, দাউদের বংশধর, আমাদের দয়া করুন।”

তখন ঈসা দাঁড়ালেন এবং তাদের ডেকে বললেন, “তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করব?” তারা তাঁকে বলল, “হুজুর, আমাদের চোখ খুলে দিন।” তখন ঈসা মমতায় পূর্ণ হয়ে তাদের চোখ ছুঁলেন, আর তখনই তারা দেখতে পেল এবং তাঁর পিছনে পিছনে চলল। (ময়ি ২০:২৯-৩৪)


জীবনের প্রয়োগ

ঈসা অন্ধ লোকের চোখ খুলে দিয়েছেন। কি আশ্চর্য! তিনি আর এক রকম আশ্চর্য কাজ করতে পারেন। তিনি আমাদের অন্তরের চোখ খুলে দিতে পারেন যেন আমরা আত্মিক সত্য দেখতে পাই আর আত্মিক ভাবে মাবুদ তাঁর গৌরবে দেখতে পাব।

bottom of page