top of page

ঈসা একজন চর্মরোগী সুস্থ করেছিলেন।

এইভাবে ঈসা গালীলের সব জায়গায় গিয়ে ইহুদীদের মজলিস-খানাগুলোতে তবলিগ করলেন এবং ভূত দূর করলেন।

পরে একজন চর্মরোগী ঈসার কাছে এসে তাঁর সামনে হাঁটু পেতে বলল, “আপনি ইচ্ছা করলেই আমাকে ভাল করতে পারেন।”

লোকটির উপর ঈসার খুব মমতা হল। তিনি হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, “আমি তা-ই চাই, তুমি পাক-সাফ হও।” আর তখনই তার চর্মরোগ ভাল হয়ে গেল। সেই লোকটি কিন্তু বাইরে গিয়ে সব জায়গায় এই খবর ছড়াতে লাগল। তার ফলে ঈসা কোন গ্রামে আর খোলাখুলিভাবে যেতে পারলেন না। তাঁকে নির্জন জায়গায় থাকতে হল; তবুও লোকেরা সব জায়গা থেকে তাঁর কাছে আসতে লাগল। (মার্ক ১:৪০-৪২, ৪৫)


জীবনের প্রয়োগ

চর্মরোগ বা কুষ্ঠরোগ, এক জনের নার্ভ আর সমস্ত শরীর আস্তে আস্তে নষ্ট করে। ঈসা এই রকম লোককে সুস্থ করেছেন। আর এক রকম রোগ যে চর্মরোগের মত। এটা হল গুনাহ্‌, আমাদের অন্তর আর অনুভূতি আস্তে আস্তে নষ্ট করে। ঈসা আমাদের অন্তর সুস্থ করতে পারেন যেন আমাদের অন্তর পরিষ্কার হয় আর আনন্দিত।

bottom of page