top of page

ঈসা বিশাল ঝড় শান্ত করেছিলেন।

সেই দিন সন্ধ্যাবেলা ঈসা তাঁর সাহাবীদের বললেন, “চল, আমরা সাগরের ওপারে যাই।”

তখন সাহাবীরা লোকদের ছেড়ে ঈসা যে নৌকায় ছিলেন সেই নৌকাতে করে তাঁকে নিয়ে চললেন। অবশ্য সেখানে আরও অন্য নৌকাও ছিল।নৌকা যখন চলছিল তখন একটা ভীষণ ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকার উপর এমনভাবে আছড়ে পড়ল যে, নৌকা পানিতে ভরে উঠতে লাগল।ঈসা কিন্তু নৌকার পিছন দিকে একটা বালিশের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। 

সাহাবীরা তাঁকে জাগিয়ে বললেন, “হুজুর, আমরা যে মারা পড়ছি সেদিকে কি আপনার খেয়াল নেই?” ঈসা উঠে বাতাসকে ধমক দিলেন এবং সাগরকে বললেন, “থাম, শান্ত হও।” তাতে বাতাস থেমে গেল ও সব কিছু খুব শান্ত হয়ে গেল। তিনি সাহাবীদের বললেন, “তোমরা ভয় পাও কেন? এখনও কি তোমাদের বিশ্বাস হয় নি?” এতে সাহাবীরা ভীষণ ভয় পেলেন এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, “ইনি কে যে, বাতাস এবং সাগরও তাঁর কথা শোনে?” (মার্ক ৪:৩৫-৪১)


জীবনের প্রয়োগ

ঈসা বিশাল ঝড় ঠান্ডা শান্ত করেছেন। তিনি আর এক রকম ঝড় ঠান্ডা করতে পারেন। আমাদের অন্তরে একটা ঝড় আছে। এই ঝড়ের উৎস হল আমাদের পাপ আমাদের অন্তরে কাজ করছে। ঈসা আমাদের অন্তরের ঝড় ঠান্ডা করতে পারেন। তিনি আমাদের পাপ দূর করতে পারেন আর আমাদের অন্তরকে শান্ত দিতে পারেন।

bottom of page